Breaking News

মদের দোকান বন্ধের দাবি আবগারি দপ্তর ও থানা ডেপুটেশন

তিন বছর আগে বন্ধ হওয়া মদের দোকান পুনরায় খোলার প্রতিবাদে ২৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দপ্তর ও ১৮ ডিসেম্বর তমলুক থানায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন স্থানীয় বাসিন্দারা। তমলুক পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রত্নালি এলাকায় চার বছর আগে দুটি মদের দোকান চালু হলে এলাকার বাসিন্দারা মদ বিরোধী নাগরিক কমিটি গড়ে তুলে প্রতিবাদে সামিল হয়েছিলেন। ফলে দুটি দোকানই বন্ধ হয়ে যায়। বর্তমানে আবার একটি দোকান নভেম্বর মাসে চালু হলে এলাকার বাসিন্দারা তীব্র প্রতিবাদ জানান। প্রতিদিন বিক্ষোভ-মিছিল-পিকেটিং চলে। মদ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে গণস্বাক্ষর সহ পূর্ব মেদিনীপুর জেলাশাসক, আবগারি দপ্তর, পুলিশ সুপার, পৌরসভায় প্রতিবাদপত্র দেওয়া হয়।

এই দোকান বন্ধের দাবি জানিয়ে কয়েকদিন আগে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রশাসনিক স্তরে চিঠি দিয়েছেন। কমিটির সম্পাদক সঞ্জয় কর বলেন, রত্নালী এলাকার মানুষজন শান্তিতে বসবাস করেন। কিন্তু মদের দোকান হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে। মহিলা ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা থাকবে না। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই মদের দোকান বন্ধ করা হোক।