Breaking News

ব্যাঙ্ক সহ অর্থনৈতিক সংস্থার বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ

বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে বক্তব্য রাখেছন কমরেড অশোক দাস

বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে রাষ্ট্রায়ত্ত সম্পদ বিশেষ করে ব্যাঙ্ক, রেল, কয়লা, বিদ্যুৎ, প্রতিরক্ষা সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলির বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ-প্রতিরোধ চলছে । কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের ও শ্রমিক স্বার্থবিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে এআইইউটিইউসি ১-৭ অক্টোবর দেশব্যাপী যে প্রতিবাদ সপ্তাহ পালনের ডাক দিয়েছিল, তারই অঙ্গ হিসাবে ৫ অক্টোবর ছিল ব্যাঙ্ক সহ বিভিন্ন আর্থিক সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ দিবস। ওই দিন ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, পশ্চিমবঙ্গ, আইডিবিআই ব্যাঙ্ক কন্ট্রাক্ট এমপ্লয়িজ ইউনিয়ন এবং কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ব্যাঙ্ক কর্মীরা কলকাতার বিবাদী বাগে বেঙ্গল চেম্বার অফ কমার্স অফিসের সামনে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হন। এখান থেকে শতাধিক ব্যাঙ্ক কর্মচারীর এক প্রতিবাদ মিছিল ইউকো ব্যাঙ্কের হেড অফিস,সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জোনাল অফিস এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোকাল হেড অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। স্টেট ব্যাঙ্ক থেকে এটিএম কর্মী (কেয়ারটেকার) ছাঁটাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে লোকাল হেড অফিসে ডেপুটেশনও দেওয়া হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস, কলকাতা জেলা সম্পাদক অনিন্দ্য রায়চৌধুরি, ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের রাজ্য সম্পাদক বঙ্কিম চন্দ্র বেরা, কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র পোদ্দার, সোমনাথ মাইতি, স্বপন সর্দার প্রমুখ। এছাড়া ওই দিন হাওড়া, ঝাড়গ্রাম, নদীয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর প্রভৃতি জেলার বিভিন্ন ব্যাঙ্ক-শাখায় বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি পালিত হয়। এই জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী দিনে এই রাজ্য সহ সারা দেশ জুড়ে যৌথ উদ্যোগে প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটিফোরাম, পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর দাস।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৯ সংখ্যা_১৭ অক্টোবর, ২০২০)