ব্যাঙ্কে গচ্ছিত টাকা লুঠের আইন এফআরডিআই আন্দোলনে এস ইউ সি আই (সি)

ব্যাঙ্কে সাধারণ মানুষের গচ্ছিত টাকা লুঠের জন্য ‘ফিনান্সিয়াল রেজলিউশন অ্যান্ড ডিপোজিট ইনসিওরেন্স বিল’ (এফআরডিআই) আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার৷ বিলের কথা যতটুকু প্রকাশ্যে এসেছে তাতেই সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ এস ইউ সি আই (কমিউনিস্ট) এর প্রতিবাদে ব্যাঙ্কগুলির সামনে বিক্ষোভ এবং আমানতকারীদের নিয়ে সমিতি গঠন করে আন্দোলন গড়ে তুলছে৷ কলকাতা সহ জেলায় জেলায় ব্যাঙ্কগুলির সামনে বিক্ষোভ এবং আন্দোলনের ভলান্টিয়ার সংগ্রহ চলছে৷ বিলের প্রতিবাদে  আন্দোলনের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মচারীরা৷ ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম ৯ জানুয়ারি কলকাতার বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে৷