বৈষম্য বাড়ছে

‘দুনিয়া জুড়ে বেড়েই চলেছে ধনী–গরিবের ব্যবধান’ (গণদাবী–৭০/২১) সম্পর্কে আরও কয়েকটি কথা৷ ২০১৭ সালে একটি বিশ্বজনীন সমীক্ষায় প্রকাশ, প্রথম বিশ্বের বলে পরিচিত নয় এমন দুটি দেশ চীন এবং ভারতের ধনপতিদের সম্পদ বাড়ছে তীব্র গতিতে৷ চীনের টেনসেন্ট হোল্ডিংয়ের মালিক মা হুয়েতেৎ–এর সম্পদ এক বছরে বেড়েছে প্রায় দ্বিগুণ৷ মোট সম্পদ ৪১.২ বিলিয়ন ডলার৷ এ দেশের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির সম্পদ প্রায় ৭৭ শতাংশ বেড়ে হয়েছে ৪০.২ বিলিয়ন ডলার৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধু বলে পরিচিত আদানি এন্টারপ্রাইজের মালিক গৌতম আদানির সম্পদ বৃদ্ধির হার প্রায় ১২০ শতাংশ৷ এভিনিউ সুপারমার্টের কর্ণধার রাধাকৃষ্ণণ দামানির সম্পদ বিশ্বে বেনজির ভাবে ২৫ শতাংশের বেশি বেড়েছে৷ অথচ এই দেশেই হু হু করে বাড়ছে বেকারি, নামছে জীনযাত্রার মান, নতুন করে দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছেন কোটি কোটি মানুষ৷

অতনু নাইয়া

কলকাতা ৭০০০০৪