Breaking News

বেসরকারিকরণ রুখতে আন্দোলনের ডাক

১৫ জুন ২০২২ নাগরিক প্রতিরোধ মঞ্চের আহ্বানে কলকাতার মৌলালি যুব কেন্দ্রে অনুষ্ঠিত হল রাজ্য নাগরিক কনভেনশন

রেল-ব্যাঙ্ক-বিমা-বিদ্যুৎ-প্রতিরক্ষা সহ সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার ব্যাপক বেসরকারিকরণের বিরুদ্ধে ১৫ জুন নাগরিক প্রতিরোধ মঞ্চের আহ্বানে কলকাতার মৌলালি যুব কেন্দ্রে অনুষ্ঠিত হল রাজ্য নাগরিক কনভেনশন। রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের বিরোধিতা করা হয় মূল প্রস্তাবে। চরম দ্রব্যমূল্যবৃদ্ধি, বেকারি, দুর্নীতি, নারী নির্যাতন, গণতান্ত্রিক অধিকার হরণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নাগরিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় কনভেনশন। বক্তব্য রাখেন চিত্র পরিচালক শতরূপা সান্যাল, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, চিকিৎসক গৌতম সাহা, নাগরিক প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল, ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের যুগ্ম সম্পাদক অম্বর দত্ত, অল ইন্ডিয়া পাওয়ার মেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক সমর সিনহা, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক জগন্নাথ রায় মণ্ডল প্রমুখ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৪০০-র বেশি প্রতিনিধি এই কনভেনশনে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর দাস।

সেপ্টেম্বর মাস পর্যন্ত ৫ লক্ষ স্বাক্ষর সংগ্রহ, অর্থ ও সদস্য সংগ্রহ, সব জেলায় ব্লক স্তর পর্যন্ত মঞ্চের কমিটি গঠন, রাজ্যব্যাপী প্রস্তাব ও দাবির সপক্ষে প্রচার আন্দোলন এবং রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন কর্মসূচি ঘোষণা করা হয়। সেপ্টেম্বর মাসে গণমিছিল করে মুখ্যমন্ত্রীর কাছেও দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

গণদাবী ৭৪ বর্ষ ৪৪ সংখ্যা ২৪ জুন ২০২২