বেসরকারিকরণের প্রতিবাদে প্রতিরক্ষা শিল্পে একমাস ধর্মঘটের ডাক

কেন্দ্রের বিজেপি সরকার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী ৪১টি সংস্থাকে বেসরকারি করার লক্ষ্য থেকে কর্পোরেটে পরিণত করার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে ওইসব কারখানার শ্রমিক সংগঠনগুলি ও বিভিন্ন ফেডারেশন ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে৷ কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি–র সাধারণ সম্পাদক কমরেড শংকর সাহা অর্ডন্যান্স কারখানার শ্রমিকদের ধর্মঘটের এই সাহসী এবং সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ ৮ আগস্ট এক বিবৃতিতে এই ধর্মঘটকে সর্বাত্মক সমর্থন জানিয়ে ধর্মঘটি শ্রমিক নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, সারা দেশের শ্রমিক শ্রেণি আপনাদের এই আন্দোলনের পাশে আছে৷ প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে এখানে কর্মরত ৮২ হাজার স্থায়ী কর্মী, ৪০ হাজার ঠিকা কর্মী সহ অন্যান্য কর্মীরা ধীরে ধীরে ছাঁটাইয়ের মুখে পড়বেন৷ কমরেড শংকর সাহা শ্রমিক স্বার্থ বিরোধী এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য কেন্দ্রের কাছে দাবি জানান৷

(গণদাবী : ৭২ বর্ষ ৪ সংখ্যা)