Breaking News

বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

৩১ মার্চ শিলিগুড়ি হার্ডওয়্যার মার্চেন্ট অ্যাসোসিয়েশন ভবনে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তরবঙ্গের সাতটি জেলার ১৪০ জন কৃতী ছাত্র–ছাত্রীকে সংবর্ধনা এবং বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়৷ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. প্রদীপকুমার মণ্ডল৷ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যথাক্রমে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী শুভ্রাংশু চাকী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, শিক্ষক আন্দোলনের সপুরিচিত ব্যক্তিত্ব ড. তরুণকান্তি নস্কর৷ এ ছাড়াও উপস্থিত ছিলেন পর্ষদ কোষাধ্যক্ষ তপন সামন্ত,  পর্ষদ সদস্য শংকর গাঙ্গুলী এবং অমল রায় প্রমুখ৷

অধ্যাপক তরুণকান্তি নস্কর তাঁর বক্তব্যে আজকের দিনে শিক্ষার মানোন্নয়নের গুরুত্বের কথা উল্লেখ করে এই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ যে উদ্যোগ গ্রহণ করেছে তার সাফল্য কামনা করেন৷

তিনি তাঁর বক্তব্যে পূর্ববর্তী সরকারের ভুল সিদ্ধান্তের ফলে যে বৃত্তি পরীক্ষা ও পাশ–ফেল তুলে দেওয়া হয়েছে তার সমালোচনা করেন৷ কিন্তু পরিবর্তিত সরকার এখনও কেন পাশ–ফেল চালু করতে পারল না তাতে তিনি বিস্ময় প্রকাশ করেন৷ অন্য সকল বক্তা অবিলম্বে বৃত্তি পরীক্ষা ও পাশ–ফেল চালুর গুরুত্ব উল্লেখ করেন৷

(গণদাবী : ৭১ বর্ষ ৩৫ সংখ্যা)