বুক স্টলে মানুষের ঢল

রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশে ঢোকার মুখে ডানদিকে ছিল দলের বুকস্টল৷ যুগে–যুগে শোষিত–নিপীড়িত মানুষের সাথী ইতিহাস–বিজ্ঞান–দর্শনের নানা আলোচনা সংবলিত বই, বিশ্বের মার্কসবাদী নেতৃত্ব– মার্কস–এঙ্গেলস–লেনিন-স্ট্যালিন-মাও সে–তুং–শিবদাস ঘোষের নানা বিশ্লেষণ, বর্তমান পরিস্থিতি সম্পর্কে মার্কসবাদী বিচারধারার ভিত্তিতে তাঁদের পূর্বানুমান, বুর্জোয়া ব্যবস্থার নানা ক্ষতিকর দিক, সমাজতান্ত্রিক বিপ্লবের পর রাশিয়া কৃষি–শিল্প–শিক্ষা–স্বাস্থ্য সহ জনসাধারণের জীবনমানে কী পরিমাণ উন্নতিসাধন করেছিল, তার রূপরেখা সহ নানা বইয়ের সম্ভার নিয়ে বিপ্লবী প্রচারের উদ্দেশ্যে এই স্টলের আয়োজন হয়েছিল৷

বৃষ্টির মধ্যেও বইয়ের স্টলে ছিল উপচে পড়া ভিড়৷ বিহারের মজফফরপুর জেলার প্রত্যন্ত  গ্রামের এক প্রবীণ মানুষ হাতে লালপতাকা নিয়েই বৃষ্টির মধ্যে কমরেড শিবদাস ঘোষের বইয়ের খোঁজ করছিলেন৷ ছাতা নেই, তাই বৃষ্টি থেকে বাঁচতে প্লাস্টিক ভরসা করে গ্রাম থেকে আসা মানুষ বই কিনতে এলেন৷ দলের গঠনতন্ত্র সম্পর্কে জানতে চেয়ে সুদূর জম্মু–কাশ্মীরের কয়েকজন ছাত্র–ছাত্রী স্টলে এসে নানা ইংরেজি বই সংগ্রহ করলেন৷ দিল্লি থেকে আগত মহিলা প্রতিনিধিরা নভেম্বর বিপ্লবের উপর প্রকাশিত দলের নানা বই এবং মহিলা সংগঠনের প্রকাশিত সমাজতন্ত্র ও নারী সংক্রান্ত বই সংগ্রহ করলেন৷ মধ্যপ্রদেশের একদল ছাত্রী কমরেড শিবদাস ঘোষের লেখা মার্কসবাদী দৃষ্টিতে প্রেম ও যৌনজীবন সংক্রান্ত বইটির বেশ কিছু কপি সংগ্রহ করলেন৷  আজকের অবক্ষয়িত সমাজে ধর্ষণ সহ নানা যৌনবিকৃতি যখন ব্যাপক হারে বাড়ছে, এই বই পথের দিশা দেখাবে তাঁদের৷ রাজ্যের পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের দার্জিলিং– সমস্ত জেলার খেটেখাওয়া মানুষের আগ্রহ দেখা গেল পার্টির নতুন প্রকাশিত বই সংগ্রহ করতে৷ অসংখ্য তরুণ–যুবক স্টল ঘিরে দাঁড়িয়ে, চোখে–মুখে তাদের উদ্দীপনা আর আগ্রহ৷ বৃষ্টির মধ্যে সন্তান কোলে ভিজতে ভিজতে পাঞ্জাবের বুধলাডা থেকে আসা এক মহিলা স্টল ঘেঁষে দাঁড়ালেন৷ বৃষ্টি হার মানল সমাজ বদলের বিজ্ঞান বুঝে নেওয়ার আগ্রহের কাছে৷ কর্ণাটকের ছাত্র–যুবদের অনেকেই নিজের জন্য এক সেট করে দলের প্রকাশিত ইংরেজি বই নেওয়ার পাশাপাশি আরও কয়েকটি সেট সংগ্রহ করলেন৷ অন্যদের পড়াবেন৷ অন্য নানা বইয়েরও খোঁজ করলেন৷ মহান নেতাদের ছবি ও ব্যাজ সংগ্রহ করার ভিড় এতটাই ছিল, শেষে দেখা গেল ব্যাজ একটাও নেই, ছবি অল্প কিছু অবশিষ্ট রয়েছে৷

এত মানুষের এই গভীর আগ্রহ পথচারীদেরও আকৃষ্ট করেছিল৷ অনেকেই অবাক চোখে চেয়ে দেখেছেন বুকস্টল ঘিরে সমাবেশে আসা কর্মী–সমর্থকদের বিপুল ভিড়৷ সসম্ভ্রমে মন্তব্য করেছেন– এই দলটা শুধু মাঠে–ময়দানে লড়াই করে না, এর কর্মীরা স্পষ্টভাবে জেনে বুঝে নিতে চায় গোটা জ্ঞানজগতকে৷ এরাই পারবে এই সমাজটাকে পাল্টাতে৷