বীর শহিদ ভগ‌ৎ সিং-এর মূর্তি উদ্বোধন

 

২৮ সেপ্ঢেম্বর শহিদ–ঈ–আজম ভগৎ সিং মেমোরিয়াল কমিটির উদ্যোগে বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্যে হাওড়ার শিবপুর কাজিপাড়া মোড়ে ত্রিকোণ পার্কে শহিদ–ঈ–আজম ভগৎ সিং–এর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্য৷ সভাপতি ছিলেন বিশিষ্ট হিন্দি কবি ধ্রুবদেব মিশ্র পাষাণ৷

প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন হাওড়া শহরের মেয়র ডাঃ রথীন চক্রবর্তী, উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, প্রতিবাদী গায়ক প্রতুল মুখোপাধ্যায়, ভাস্কর নিরঞ্জন প্রধান, বিচারপতি মলয় সেনগুপ্ত, প্রখ্যাত জাতীয় ফুটবলার অরুণ ঘোষ ও সুব্রত চ্যাটার্জী, বিশিষ্ট উর্দু কবি কায়সার সামিম, বিশিষ্ট বিজ্ঞানী ডঃ সৌমিত্র ব্যানার্জী, লোকসভার প্রাক্তন সদস্য ডাঃ তরুণ মণ্ডল, স্থানীয় কাউন্সিলর বিনয় সিং, ৬ নং বরো চেয়ারম্যান সৈকত চৌধুরী সহ আরও অনেকে৷ মেয়রের উপস্থিতিতে কমিটির অন্যতম সহ সভাপতি দেবাশিস রায় ‘ফোর শোর রোড’–এর নাম শহিদ ভগৎ সিং রোড এবং হাওড়া শহরে শহিদ ভগৎ সিং অ্যাকাডেমি গড়ে তোলার প্রস্তাব রাখেন৷ অনুষ্ঠানে সফল ছাত্রছাত্রী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়৷

অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালন করেন কমিটির সাধারণ সম্পাদক সৌমিত্র সেনগুপ্ত৷ মঞ্চে ভগৎ সিং স্মরণে পরিবেশিত সঙ্গীত সবাইকে উদ্বেল করে তোলে৷

(৭১ বর্ষ ১১ সংখ্যা ১২ – ১৮ অক্টোবর, ২০১৮)