Breaking News

বিশ্ববিদ্যালয়গুলিকে স্বশাসিত ঘোষণা ইউজিসি–র, দেশজুড়ে ডি এস ও–র প্রতিবাদ

70 Year 32 Issue 30 March 2018

যাদবপুর বিশ্ববিদ্যালয়

কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর ২০ মার্চ এক টুইটে বলেছেন, পাঁচটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ২১টি রাজ্য বিশ্ববিদ্যালয়, ২৪টি ডিমড বিশ্ববিদ্যালয়, দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ১০টি কলেজকে অটোনমাস বা স্বশাসিত করা হবে৷ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ছাত্র সংগঠন এ আই ডি এস ও৷

সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড অশোক মিশ্র ২২ মার্চ এক বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় সরকারের বর্তমান অটোনমির ধারণা দেশের বরেণ্য শিক্ষাবিদ ও স্বাধীনতা সংগ্রামীদের অটোনমি সংক্রান্ত ধারণার সম্পূর্ণ বিপরীত৷ তিনি বলেন, প্রকৃত অটোনমি বলতে বোঝায়, একেবারে প্রাক–প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষার সমস্ত আর্থিক দায়িত্ব সরকারের৷ কিন্তু সরকার কোনওভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত ও প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করবে না৷ তিনি বলেন, সরকার আদৌ এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে না৷ বিপরীতে সরকার শিক্ষায় আর্থিক বরাদ্দ কমাচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানে আমলাতান্ত্রিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ কায়েম করছে৷

দিল্লি

 তিনি বলেন, সরকার উচ্চশিক্ষার দায়িত্ব ধীরে ধীরে অস্বীকার করছে এবং বরাদ্দ কমিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে অটোনমি দিচ্ছে যথেচ্ছ ফি–বাড়ানোর৷ এই অটোনমির বলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সেলফ–ফিনান্সিং কোর্স চালু করবে, যা উচ্চ শিক্ষার মারাত্মক বাণিজ্যিকীকরণ ঘটাবে৷ এই প্রতিষ্ঠানগুলি খরচ বাঁচাতে স্থায়ী শিক্ষকপদগুলিও পূরণ করবে না৷ এই সব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টও জনশিক্ষা ব্যবস্থার নিয়ম কানুন, গণতান্ত্রিক রীতি–নীতি ইত্যাদির কোনও তোয়াক্কা করবে না৷ সর্বোপরি উচ্চ শিক্ষার গুণমান ব্যাহত হবে৷ এআই ডিএসও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে এবং ছাত্র সহ শিক্ষাপ্রেমী প্রতিটি নাগরিককে এর বিরুদ্ধে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে৷