Breaking News

বিপিসিএল বেসরকারিকরণের প্রতিবাদে কেরালায় ধরনা


কেরালার কোচিতে অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারটি কেন্দে্রর বিজেপি সরকার কর্পোরেট মালিকদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে এস ইউ সি আই (কমিউনিস্ট) ও শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি।
১৫ ডিসেম্বর শোধনাগারটির সামনে সারাদিন ধরে ধরনা-বিক্ষোভ হয়। এস ইউ সি আই (সি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জেইশন যোশেফ বলেন, দিল্লির কৃষক আন্দোলনের মডেলে আন্দোলন গড়ে তুলে একে রুখতে হবে। তিনি আরও বলেন, এই শোধনাগারটির জন্য রাজ্য সরকার জমি দিয়েছিল। এর বেসরকারিকরণ রুখতে রাজ্য সরকারকে উপযুক্ত ভূমিকা পালন করতে হবে। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন কমরেড টি কে সুধীর কুমার।

গণদাবী ৭৪ বর্ষ ২০ সংখ্যা ২৪ ডিসেম্বর ২০২১