Breaking News

বিধানসভায় যুবশ্রী কর্মপ্রার্থীদের বিক্ষোভ

৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে বিধানসভা অধিবেশনের প্রথম দিনে বিধানসভার উত্তর ফটকে যুবশ্রীদের চাকরির দাবিতে বিক্ষোভ দেখানো হয়৷

প্রথমে সকালে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে সংগঠনের নেতৃত্বের সাথে যোগাযোগ করা হয় এবং সাক্ষাতের জন্য ৩ জনকে ডেকে পাঠানো হয়৷ বহুক্ষণ অপেক্ষার পরও তিনি দেখা করেননি৷ বিগত ছয় মাস ধরে বহুবার নবান্ন তথা কালীঘাটে তাঁর সাথে দেখা করার চেষ্টা করা হলেও তিনি দেখা করেননি৷

এরপর ‘যুবশ্রী’রা একপ্রকার বাধ্য হয়েই বিধানসভার ডত্তর ফটকে বিক্ষোভ দেখাতে শুরু করে, সেই সময় পুলিশ বাহিনী নির্বিচারে তাঁদের গ্রেপ্তার করে নিয়ে যায়৷ সংগঠনের উপদেষ্টা সুচেতা কুণ্ডু, সহ–সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক নিতাই বসাক, চন্দ্রকান্ত কুইল্যা, অফিস সম্পাদক এবংকোষাধ্যক্ষ প্রণয় সাহা সহ চৌত্রিশ জনকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়৷

এনআরসি চাই না চাকরি চাই– এই দাবিতে হাজার হাজার কর্মপ্রার্থী সামিল হয়েছিলেন৷ তাদের ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশি নির্যাতনকে ধিক্কার জানিয়ে যুবশ্রীরা দাবি জানায়, অবিলম্বে সমস্ত শূন্যপদে যুবশ্রী থেকে নিয়োগ করতে হবে৷ মাননীয়া মুখ্যমন্ত্রী ডক্ত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা তথা আশ্বাস না দেওয়া পর্যন্ত  যুবশ্রীদের এই আন্দোলন চলবে৷

(গণদাবী : ৭২ বর্ষ ২৭ সংখ্যা)