বিদ্যুতের দাম ৫০ শতাংশ কমাতে হবে দাবি অ্যাবেকার

কয়লার দাম আন্তর্জাতিক ও জাতীয় স্তরে কমেছে ৪০ শতাংশ৷ জি এস টি–তে কয়লার উপর ট্যাক্স কমেছে ৭ শতাংশ৷ এই অবস্থায় বিদ্যুতের দাম ৫০ শতাংশ কমানো সম্ভব, দাবি তুললেন অ্যাবেকার সভাপতি সঞ্জিত বিশ্বাস৷ তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য৷ ২১ নভেম্বর কমিটির সভায় তিনি এই দাবি তোলেন৷ তাঁর আরও বক্তব্য, ২৮ অক্টোবর ২০১৬–র ট্যারিফ অর্ডারে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনও মাশুল কমানোর বিষয়ে সহমত পোষণ করেছিল৷ এ জন্য কমিশন কারিগরি ও বাণিজ্যিক ক্ষতি ২ শতাংশ কমানো এবং কেন্দ্রীয় সরকারের থেকে পাওয়া ক্যাপটিভ খনির কয়লা ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছিল যাতে বিদ্যুৎ উৎপাদন খরচ কম রাখা যায়৷ এ দিনের সভায় তিনি মনে করিয়ে দেন, কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ সচিব এবং পূর্বতন বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েলের বক্তব্য, যেখানে বলা হয়েছে কয়লার দাম ও ট্যাক্স কমার প্রেক্ষাপটে শিল্পের স্বার্থে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৩ টাকা করা উচিত৷

সঞ্জিত বিশ্বাস জোরালো দাবি জানান– বিদেশ থেকে বেশি দাম দিয়ে কয়লা আমদানি বন্ধ করতে হবে, বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কন্ট্রাক্টর–রাজ এবং চুরি বন্ধ করতে হবে৷ কমিশনের চেয়ারম্যান বিদ্যুৎ গ্রাহকদের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যাবেকা নেতৃত্বকে৷

About Ganadabi

Check Also

সংস্কারবাদী আর বিপ্লবী বামপন্থার তফাতটা স্পষ্ট হচ্ছে

‘আচ্ছা, আমাদের কেন্দ্রীয় নেতাদের কাউকে একদিন কেরালায় আর তার পরের দিন পশ্চিমবঙ্গে সভায় বত্তৃতা দিতে …