Breaking News

বিদ্যুতের দাম ৫০ শতাংশ কমানোর দাবি উত্তরবঙ্গেও

70 Year 29 Issue 9 March 2018

বিদ্যুৎ মাশুল ৫০ শতাংশ কমানোর দাবিতে ২৬ ফেব্রুয়ারি শিলিগুড়ির হিলকার্ট রোডে অ্যাবেকার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়৷ উত্তরবঙ্গের ৫ জেলা থেকে চার শতাধিক বিদ্যুৎ গ্রাহকের উপস্থিতিতে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক কাজল চক্রবর্তী, আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষে পীযূশ শর্মা, জলপাইগুড়ি জেলা সম্পাদক অমল রায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডঃ অজিত রায়, অধ্যাপক তামসরঞ্জন মজুমদার, কালিম্পং জেলা কমিটির সভাপতি এল এম শর্মা, দার্জিলিং জেলা কমিটির সম্পাদক শংকর পাল এবং দক্ষিণ দিনাজপুরের পক্ষে বীরেন মহন্ত৷

সভায় অন্যতম বক্তা ছিলেন অ্যাবেকার সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চৌধুরী৷ কালিম্পং জেলার  সঙ্গীত  গোষ্ঠী  কর্তৃক  সঙ্গীত পরিবেশিত হয়৷