বিজ্ঞানীদের প্রতিবাদকে অভিনন্দন এসইউসিআই(সি)–র : প্রসঙ্গ ডারউইনবাদ

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৩ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় বিজেপি সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সত্যপাল সিং জগৎখ্যাত বিজ্ঞানী ডারউইনের যুগান্তকারী আবিষ্কার নিয়ে যে হাস্যকর এবং অবৈজ্ঞানিক মন্তব্য করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ মন্ত্রী বলেছেন, মানুষের বিবর্তন সম্পর্কে তত্ত্ব ‘বৈজ্ঞানিক দিক থেকে ভ্রান্ত’, তাই স্কুল–কলেজের সিলেবাস থেকে তা বাদ দেওয়া উচিত৷ ডারউইনের মতবাদ একটি প্রমাণিত বৈজ্ঞানিক সত্য৷ বিজ্ঞানসম্মত প্রমাণ এবং পরীক্ষিত তথ্যের ভিত্তিতে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা তা গ্রহণ করেছেন৷ বিজেপি মন্ত্রী তাঁর কথার সপক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছেন, কোনও বনমানুষ মানুষে পরিণত হচ্ছে তা কেউ কোনও দিন দেখেনি৷ আমাদের পিতামহদের গল্পেও এর কোনও উল্লেখ নেই৷ বোঝা যায় বৈজ্ঞানিক এবং যুক্তিভিত্তিক চিন্তাকে মেরে জনমানসে যাবতীয় বস্তাপচা চিন্তা, গোঁড়ামি, ঐতিহ্যবাদ, পুনরুজ্জীবনবাদের মতো পিছিয়ে পড়া চিন্তার প্রসারের জন্য আরএসএস–বিজেপির অসৎ পরিকল্পনা মাফিকই মন্ত্রী এই কথা বলেছেন৷ জনসাধারণকে অতীন্দ্রিয়বাদ, অদৃষ্টবাদ, অন্ধতার মধ্যে আটকে রেখে মরণোন্মুখ পুঁজিবাদী ব্যবস্থার নির্মম শোষণকে নিরঙ্কুশ এবং অটুট রাখার মতলবেই তাদের এই ষড়যন্ত্র৷

অত্যন্ত আশার কথা যে, বিজ্ঞানী এবং বিজ্ঞান প্রতিষ্ঠানগুলি এর প্রতিবাদে এগিয়ে এসেছে৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য প্রতিবাদপত্রে ইতিমধ্যেই ৩৬০০ জন বিজ্ঞানী স্বাক্ষর করেছেন, আশা করা যায় আরও অনেকে দু’একদিনের মধ্যে স্বাক্ষর দেবেন৷ তাঁদের এই ন্যায্য প্রতিবাদের শরিক আমরাও৷ বিজ্ঞানী, শিক্ষাবিদ, শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী সহ সমস্ত স্তরের শুভবুদ্ধি সম্পন্ন এবং সত্যসন্ধানী বিবেকবান মানুষের কাছে আমাদের আবেদন এই প্রতিবাদের পক্ষে সমর্থনের হাত বাড়িয়ে দিয়ে মন্ত্রীকে বাধ্য করুন তাঁর এই অশুভ উদ্দেশ্যমূলক বিবৃতি প্রত্যাহার করতে৷