বিজেপি সরকার কর্তৃক রেল বেসরকারিকরণের উদ্যোগ তীব্র নিন্দা এস ইউ সি আই (সি)–র

এস ইউ সি আই (সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৯ জুন এক বিবৃতিতে বলেন, কিছু বাছাই করা ট্রেন রুটে যাত্রীবাহী ট্রেন চালানোর পরিচালন ব্যবস্থা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তাদের কাছ থেকে দরপত্র আহ্বান করার যে চেষ্টা শুরু করেছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি৷ কারণ, এর অর্থ হচ্ছে ওই সব বাণিজ্যিক সংস্থার দ্বারা যাত্রীদের বাধাহীন শোষণ–লুণ্ঠন করার সুযোগ করে দেওয়া৷

আউটসোর্সিং ব্যবস্থা চালু করার পর রেলের বহু রকম কাজ ব্যবসায়িক ভিত্তিতে চালানো হচ্ছেই৷ বর্তমান অশুভ উদ্যোগের দ্বারা রেলের সম্পূর্ণ বেসরকারিকরণের প্রক্রিয়া চালু করা হবে৷ সংবাদে এও প্রকাশ যে, রেল–ভাড়ায় যতটুকু ভরতুকি এখন দেওয়া হয় তাও বাতিলের পরিকল্পনা হচ্ছে, যার অর্থ যাত্রীভাড়াও বাড়বে বিপুল হারে৷

আমরা সকল গণতন্ত্রপ্রিয় শুভবুদ্ধিসম্পন্ন জনগণ ও সংগঠনকে আবেদন করছি যাতে তারা ঐক্যবদ্ধ ভাবে জোরালো প্রতিবাদে সামিল হয়ে সরকারকে উপরিউক্ত প্রচেষ্টা থেকে বিরত হতে বাধ্য করে৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৬ সংখ্যা)