বিজেপির  চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি অত্যন্ত নিন্দনীয় — এসইউসিআই(সি)

বিজেপি যেভাবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কার্ড ছাপিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে তার প্রতিবাদ করে এস ইউ সি আই(সি) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য আজ  ১৪ ডিসেম্বর বিবৃতিতে জানিয়েছেন:
   “বিজেপি যেভাবে এই রাজ্যে ৭৫ লক্ষ যুবককে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কার্ড ছাপিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে তা অত্যন্ত আপত্তিকর ও নিন্দনীয়। এই প্রতিশ্রুতি যে কেবল ভোটের জন্য ও তার যে অন্য কোন মূল্য নেই তা সকলেই বোঝেন। বিজেপি প্রত্যেক ভোটের আগে এমন মিথ্যা প্রতিশ্রুতি যে দেয় তা কারোর অজানা নয়। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের ব্যাংক এ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা বা বছরে ২ কোটি চাকুরি দেওয়ার প্রতিশ্রুতিকে পরবর্তীকালে তাঁদের নেতারাই ‘জুমলা’ বলেছিলেন। এর আগে মধ্যপ্রদেশে বছরে ১০ লক্ষ, রাজস্থানে ৫০ লক্ষ, মহারাষ্ট্রে মোট ৫ কোটি এবং সদ্য সমাপ্ত বিহারের ভোটের আগে বছরে ১৯ লক্ষ চাকুরির প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন। আমরা ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি ও ধোঁকা দেওয়ার এই দেউলিয়া রাজনীতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও তাকে বর্জন করার আহ্বান করছি”।