বিচারপতি সাচারের মৃত্যুতে গণতান্ত্রিক অধিকার রক্ষার এক যোদ্ধাকে হারাল দেশ

বিচারপতি রাজিন্দর সাচারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে এসইউসিআই(সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২১ এপ্রিল এক বিবৃতিতে বলেন,

বিচারপতি রাজিন্দর সাচারের মৃত্যুতে গণতান্ত্রিক অধিকার এবং ধর্মনিরপেক্ষ মূল্যবোধ রক্ষার এক যোদ্ধাকে হারাল দেশ৷ তিনি এক দৃষ্টি আকর্ষণকারী রিপোর্টের (বিচারপতি সাচার কমিটির রিপোর্ট) জন্য সর্বজন পরিচিত৷ সেই রিপোর্টে তিনি দেখিয়েছেন যে, সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষার ক্ষেত্রে মুসলমান সম্প্রদায় এদেশে এমনকী তফসিলি জাতি–উপজাতির তুলনায়ও অনেক পিছিয়ে রয়েছে৷ তিনি সেগুলি অবিলম্বে সমাধান করার সুপারিশও করেছিলেন৷ জরুরি অবস্থার কালা শাসনের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ প্রতিবাদ করেছিলেন এবং গণতান্ত্রিক অধিকার ও আন্দোলনগুলির কণ্ঠরোধ করার তীব্র বিরোধিতা করেছিলেন৷ শিক্ষা, জল ও বিদ্যুতের বেসরকারিকরণ ও ব্যবসায়ীকরণের তীব্র সমালোচক ছিলেন বিচারপতি সাচার৷ তিনি নারী ও শিশুদের উপর ঘটে চলা অপরাধের বিরুদ্ধে আন্দোলনের প্রথম সারিতে ছিলেন৷

বর্তমানে দেশে ফ্যাসিস্ট শক্তি যখন গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মূল্যবোধকে ধ্বংস করছে এবং ধর্ম–বর্ণ–জাতপাতে ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে, সেই সময়ে বিচারপতি সাচারের অনুপস্থিতি বেশি করে অনুভূত হবে৷

(৭০ বর্ষ ৩৬ সংখ্যা ২৭ এপ্রিল, ২০১৮)