বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিজ্ঞপ্তি জারির বিরোধিতা করে আফস্পা সহ সমস্ত কালা-আইন অবিলম্বে বাতিল করার দাবিতে সরব SUCI(C) দল

এস ইউ সি আই (সি)-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ ১৬.১০.২০২১ নিম্নলিখিত বিবৃতিতে বলেন :

“যখন দেশের মানুষ দীর্ঘদিন ধরে চূড়ান্ত দমনমূলক আফস্পা [আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট] এবং এই ধরনের অন্যান্য কালা-আইন বাতিলের দাবি জানাচ্ছে, যে আইনের বলে যেকোনও ব্যক্তিকে জঙ্গি কার্যকলাপ বা কোনও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত থাকতে পারে মনে করলে মিলিটারি-পুলিশ-প্রশাসনের হাতে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, অনির্দিষ্টকালের জন্য আটক এমনকি হত্যা করার লাগামহীন ক্ষমতা দিয়েছে — যে কারণে লাগাতার এই ধরনের বিশেষ ক্ষমতার অপব্যবহার হয়ে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন, জনগণের আন্দোলনকে দমন এবং প্রতিবাদী কণ্ঠ বা ভিন্নমতের কণ্ঠকে রোধ করে চলেছে — বিজেপি সরকার জনগণের এই দাবির প্রতি কোনও রকম কর্ণপাত না করে, এখন তার বদলে নতুন করে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক্তিয়ার বৃদ্ধি করে সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর ও লাদাখের সীমান্ত এলাকা থেকে ৫০ কিলোমিটার ভেতরে পর্যন্ত কাউকে গ্রেপ্তার, তল্লাশি এবং জিনিসপত্র বাজেয়াপ্ত করার ক্ষমতা দিয়েছে তার অফিসারদের হাতে। এমনকি ২০১৬ সালে সুপ্রিম কোর্ট বলেছিল যে, ভারতীয় সেনা এবং আধা সামরিক বাহিনী মাত্রাছাড়া বা প্রতিহিংসামূলক কিছু বিতর্কিত আফস্পা এলাকায় করতে পারে না — যা জনগণের দাবির সঠিকতাকেই মান্যতা দেয়।
এই নতুন বিজ্ঞপ্তির তীব্র বিরোধিতা করে তা বাতিলের দাবি জানানোর সাথে সাথে আমরা পুনরায় জনগণের দাবি তুলে ধরে আফস্পা এবং এই ধরনের কালা ফ্যাসিস্ট আইনগুলি অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি।”