বিএসএনএল বন্ধের চক্রান্তের প্রতিবাদে নাগরিক কনভেনশন

বিএসএনএল-কে রুগ্ন ও বন্ধ করে দেওয়ার কেন্দ্রীয় সরকারের চক্রান্তের বিরুদ্ধে ২৯ ডিসেম্বর বিএসএনএল বাঁচাও কমিটির ডাকে নাগরিক কনভেনশন হয় ধর্মতলায়। প্রধান বক্তা বিশিষ্ট সমাজসেবী মেধা পাটকর বলেন, বিএসএনএল কর্মীদের উপর এই আক্রমণ মেনে নেওয়া যায় না। বেসরকারি সংস্থার মুনাফার জন্য বিএসএনএলকে ৪-জির ছাড়পত্র দিচ্ছে না সরকার। এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস বলেন, করোনা পরিস্থিতিতেও বিএসএনএলের ঠিকা কর্মীরা পরিষেবা দিয়েছেন, অথচ ১৪ মাস তাঁদের বেতন দেওয়া হয়নি। অডিও মাধ্যমে বক্তব্য রাখেন অধ্যাপিকা মীরাতুন নাহার। উপস্থিত ছিলেন বিএসএনএল বাঁচাও কমিটির আহ্বায়ক অনিন্দ্য রায়চৌধুরী, মনোজ ঠাকুর, অমিতা বাগ, সঙ্গীতশিল্পী অসীম গিরি, পার্থ অধিকারী, গোরাচাঁদ হালদার প্রমুখ। সভা পরিচালনা করেন বিএসএনএল ঠিকা কর্মী প্রতাপ দিগ্। এছাড়া বক্তব্য রাখেন অমিতাভ মিত্র ও কৃষক নেতা অভীক সাহা প্রমুখ।

(গণদাবী-৭৩ বর্ষ ১৬ সংখ্যা_৮ জানুয়ারি, ২০২১)