Breaking News

বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদ

পশ্চিমবঙ্গে পরিবহণ ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে এস ইউ সি আই (সি) রাজ্য সম্পাদক কমরেড সৌমেন বসু ৬ জুন এক প্রেস বিবৃতিতে বলেন, ডিজেলের দামবৃদ্ধির কারণ দেখিয়ে যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ মন্ত্রী যাত্রী সাধারণের মতামতের তোয়াক্কা না করে শুধুমাত্র বাসমালিকদের সাথে বৈঠকের মাধ্যমে রাজ্যে সকল রকম পরিবহণের ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করলেন, আমরা তার তীব্র প্রতিবাদ করছি৷

প্রথমত, কেন্দ্রীয় সরকারের ট্যাক্সের মতোই রাজ্য সরকারেরও চাপানো সেস, ট্যাক্সের ফলেই এ রাজ্যে ডিজেলের দাম এত বিপুল হারে বাড়ছে যেটা কমানোই ছিল রাজ্য সরকারের প্রথম নৈতিক দায়িত্ব৷ তা না করে সরকার সেই দামবৃদ্ধিকেই অজুহাত করে যেভাবে পরিবহণের ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করল তা অনৈতিক ও জনস্বার্থবিরোধী৷

দ্বিতীয়ত, ভাড়াবৃদ্ধির বোঝা বইতে হবে যে জনসাধারণকে ভাড়া বাড়ানোর আগে সেই জনগণের স্বাচ্ছন্দ্য দেখা ও মতামত নেওয়ার ন্যূনতম দায়টুকু সরকার যে অনুভব করল না তা সরকারের জনবিরোধী চরিত্রকেই উদঘাটিত করে দিল৷ আমরা সর্বস্তরের যাত্রীসাধারণের কাছে আবেদন করছি, বিভিন্ন রুটে যাত্রী কমিটি গড়ে তুলে আপনারা এই জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করুন৷

(৭০ বর্ষ ৪৩ সংখ্যা ১৫জুন, ২০১৮)