Breaking News

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)–র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর শোকবার্তা

কমরেড প্রণতি ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক শোকবার্তা পাঠান৷ ৪ জুন হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত স্মরণসভায় সেই শোকবার্তাটি পাঠ করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভানেত্রী কমরেড নাঈমা খালেদ মনিকা৷

কমরেড প্রণতি ভট্টাচার্যের মৃত্যুতে ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল৷ তিনি মার্কসবাদ–লেনিনবাদ-শিবদাস ঘোষের চিন্তাধারা বুকে ধারণ করে ভারতবর্ষে বিপ্লবী আন্দোলন নির্মাণের কাজে আজীবন নিয়োজিত ছিলেন৷

কমরেড প্রণতি ভট্টাচার্যকে আমি ব্যক্তিগতভাবে চিনি৷ আমার চিকিৎসার কারণে এবং এস ইউ সি আই (সি)–র মাধ্যমে আমন্ত্রিত হয়ে বিভিন্ন প্রোগ্রামে আমি প্রায়ই কলকাতায় আসা–যাওয়া করি৷ সেই সূত্রে তাঁর সাথে আমার ঘনিষ্ঠ পরিচয় ছিল৷ কমরেড শিবদাস ঘোষের প্রত্যক্ষ সাহচর্য ছাড়া, কেবল তাঁর শিক্ষাকে সম্বল করে একজন বিপ্লবী চরিত্র হিসাবে তিনি যেভাবে গড়ে উঠেছিলেন, তাঁর চরিত্রে যে মাধুর্য, সরলতা ও নম্রতার প্রকাশ ঘটেছিল– তা দিয়ে তিনি আমাকে আকর্ষণ করেছিলেন৷ গভীর আবেগে, মমতায়, ভালবাসায় তিনি পশ্চিমবঙ্গের দুটি জেলায় সংগঠন গড়ে তুলেছেন৷ তিনি জননেতা ছিলেন৷ সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তুলেছেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, মানুষের অকুন্ঠ ভালবাসা ও সমর্থন পেয়েছেন৷ আন্দোলন–সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও বলিষ্ঠ চরিত্রের অধিকারী৷

মার্কসবাদী বিপ্লবী রাজনীতির মর্মবস্তু তিনি আয়ত্ত করেছিলেন৷ তাঁর চরিত্রে, জীবনাচরণে তা পরিপূর্ণভাবে ফুটে উঠেছিল৷ আমার সঙ্গে যখনই দেখা হয়েছে তখনই তাঁর শ্রদ্ধা ও ভালবাসামিশ্রিত সাহচর্য আমি উপভোগ করেছি৷ তিনি তাঁর কাজের এলাকায় অনেক ছেলেমেয়েদের গড়ে তুলেছেন, তাঁদের বিপ্লবী রাজনীতি ও বিপ্লবী জীবন গ্রহণে উদ্বুদ্ধ করেছেন, তাঁদের সত্যিকারের নেতা হয়েছেন৷ তিনি তাঁর স্নেহ, মমতা, ভালবাসা ও শাসনে যে ছেলেমেয়েদের গড়ে তুলেছেন তাঁরা সকলেই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন৷ তাঁদের জন্য এই মানুষটির অনুপস্থিতি একটি হৃদয়বিদারক ঘটনা৷ আমি মনে করি কমরেড শিবদাস ঘোষের চিন্তা থেকে শিক্ষা নিয়ে তাঁরা তাঁদের এই বেদনাকে প্রতিজ্ঞায় রূপান্তরিত করবেন৷

শেষ সময়ে তিনি ক্যান্সারের সাথে লড়েছেন৷প্রচণ্ড কষ্টের মধ্যেও তাঁর মুখের হাসি কখনও মলিন হয়নি৷ বিপ্লবী জীবনের গভীর তৃপ্তি, প্রশান্তি ও বিশ্বাস ছিল তাঁর চোখে–মুখে৷কমরেড শিবদাস ঘোষের যোগ্য ছাত্র হয়ে উঠলেই এমনটি ঘটে৷ কমরেড প্রণতি ভট্টাচার্যের এই লড়াই আমাকে এই শেষ বয়সেও বিপ্লবী রাজনীতিতে আরও গভীরতার সাথে নিমগ্ন হতে উদ্বুদ্ধ করেছে৷

কমরেড শিবদাস ঘোষের চিন্তাকে পাথেয় করে আমাদের দেশে আমরা বিপ্লবী রাজনীতি গড়ে তোলার চেষ্টা করছি, কমরেড প্রণতি ভট্টাচার্যের চরিত্র আমাদেরও অনুপ্রাণিত করে৷ তাঁর স্মৃতির প্রতি গভীর ভালবাসা জানাচ্ছি৷ দূর থেকে আপনাদের মতোই ব্যথিত মন নিয়ে স্নেহে, শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছি৷

কমরেড প্রণতি ভট্টাচার্য লাল সেলাম

(৭০ বর্ষ ৪৩ সংখ্যা ১৫জুন, ২০১৮)