Breaking News

বাংলাদেশের ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে ডিএসও–র মিছিল

গত দেড় মাসে বাংলাদেশে পথ দুর্ঘটনায় ত্রিশের বেশি ছাত্রের মৃত্যুর প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে ৯ দিন ধরে ছাত্ররা আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ ছাত্রমৃত্যুর ঘটনায় নৌ ও পরিবহণ মন্ত্রীর নিষ্ঠুর মন্তব্যের বিরুদ্ধে তার পদত্যাগ দাবি করেছে সংগ্রামী ছাত্রসমাজ৷ সরকারি হামলা ও শাসক দলের সন্ত্রাসকে মোকাবিলা করে ছাত্রসমাজ আন্দোলনে অনড়, যা অনুপ্রেরণার৷

এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ও আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশ এবং শাসকদলের ছাত্রসংগঠনের বর্বর হামলার তীব্র নিন্দা করে ৬ আগস্ট এআইডিএসও–র উদ্যোগে কলকাতার রামলীলা পার্ক থেকে এক ছাত্র মিছিল রাজ্য সম্পাদক কমরেড সৌরভ ঘোষ ও সভাপতি কমরেড মৃদুল সরকারের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের সামনে যায়৷ সেখানে বিরাট পুলিশ বাহিনী মিছিল আটকালে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক কমরেড সৌরভ ঘোষ, সহ সভাপতি কমরেড সামসুল আলম ও কমরেড মণিশংকর পট্টনায়ক৷ বাংলাদেশের আন্দোলনের প্রতি প্রেরিত সংহতি বার্তা পাঠ করেন সহসভাপতি কমরেড চন্দন সাঁতরা৷

(৭১ বর্ষ ২ সংখ্যা ১০ আগস্ট, ২০১৮)