সাম্প্রদায়িক হানাহানি শোষিত মানুষের ঐক্য ধ্বংস করে — প্রভাস ঘোষ

বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলামিক মৌলবাদী শক্তিরা তাদের দ্বারাই সংঘটিত একটি ষড়যন্ত্রমূলক পূর্বপরিকল্পিত কাজের ফায়দা তুলে যেভাবে মন্দির ও প্রতিমা আক্রমণ করছে ও ভাঙচুর চালাচ্ছে তাতে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করে ১৮ অক্টোবর এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ এক বিবৃতিতে বলেন,
“এটা জানা কথা যে সাম্প্রদায়িক হানাহানি ও দাঙ্গা শুধুমাত্র যে মানুষের জীবন ও সম্পত্তি হানি করে তাই নয়, শোষিত মানুষের ঐক্য ধ্বংস করে, তাদের মধ‍্যে বিভাজন ঘটায়, জীবনের মূল সমস্যাগুলির থেকে তাদের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়, গণতান্ত্রিক-প্রগতিশীল আন্দোলনকে দুর্বল করে, শোষক শ্রেণী, শাসক দল এবং প্রতিক্রিয়াশীল শক্তিদের শক্তিশালী করে।
ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষই শুধু নয়, এমনকি ধর্মীয় চিন্তা সম্পন্ন সৎ মানুষরাও এই ধরনের ঘৃণ্য আচরণের প্রতিবাদ না জানিয়ে পারেননা।
খুবই আশার কথা, বাংলাদেশের অধিকাংশ মানুষই তাদের ঐক্য বজায় রাখতে এবং সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির এই ষড়যন্ত্র মূলক কার্যকলাপ রুখে দিতে এই ঘৃণ্য আক্রমণের প্রকাশ‍্যেই বিরোধিতা করছেন।”

গণদাবী ৭৪ বর্ষ ১২ সংখ্যা ২৯ অক্টোবর – ৪ নভেম্বর ২০২১