বাঁকুড়া শহরে নাগরিক প্রতিরোধ মঞ্চ গঠিত

রেল সহ সরকারি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ ও জনবিরোধী নীতির বিরুদ্ধে ৭ নভেম্বর বাঁকুড়া রেল স্টেশনে অনুষ্ঠিত কনভেনশনে দেড়শতাধিক নাগরিক উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যকার নদীয়া ইন্দু বিশ্বাস। মূল প্রস্তাব পাঠ করেন অরুণ গরাই। রেলের বেসরকারিকরণ ও রেল সংলগ্ন এলাকায় অসংখ্য গরিব মানুষ যাঁরা নিরুপায় হয়ে কোনও রকমে জীবনযাপন করছেন, তাঁরা আজ উচ্ছেদের মুখে। এই ব্যাপারে প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অন্য দিকে আলু-পিঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সহ জনবিরোধী নীতির বিরুদ্ধেও প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন বিশিষ্ট নাগরিক হিমাংশু শেখর মণ্ডল, অভিষেক বিশ্বাস প্রমুখ। প্রধান বক্তা ছিলেন নাগরিক প্রতিরোধ মঞ্চের শ্রী নিরঞ্জন মহাপাত্র। কনভেনশন থেকে ২৭ জনকে নিয়ে নাগরিক প্রতিরোধ মঞ্চের বাঁকুড়া শহর কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি সুবোধ সিংহ এবং যুগ্ম সম্পাদক অরুণ গরাই ও সাবিরউদ্দিন ভুঁইয়া নির্বাচিত হন। কনভেনশনে পরিচারিকা, দিনমজুর সহ মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১০ সংখ্যা_১০ নভেম্বর, ২০২০)