বহরমপুরে শিক্ষা কনভেনশন

অবিলম্বে প্রথম শ্রেণি থেকেই পাশফেল চালুর দাবিতে ২১ জুলাই মুর্শিদাবাদের বহরমপুরে সাংবাদিক সংঘের হলে শিক্ষা কনভেনশন হয় এবং অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির গোরাবাজার শাখা কমিটি গঠিত হয়৷

কনভেনশনে মূল প্রস্তাব উত্থাপন করেন অধ্যাপক সরিফুদ্দিন৷ সমর্থন করেন বিশিষ্ট শিক্ষক হাসিবুর রহমান, কৃষ্ণনাথ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কামাক্ষ্যাপ্রসাদ গুহ গভীর আকুতি নিয়ে বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে এবং অবিলম্বে পাশফেল চালুর পক্ষে মত প্রকাশ করেন৷ এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক বাসুদেব চ্যাটার্জী, অধ্যাপক মিজানুর হক, সাংবাদিক চন্দ্রপ্রকাশ সরকার প্রমুখ৷

সেভ এডুকেশন কমিটির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বিশিষ্ট শিক্ষক নেতা তপন সামন্ত আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখদের দৃষ্টান্ত তুলে শিক্ষা আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷ শেষে শিক্ষক রাজীব মণ্ডলকে সম্পাদক এবং মেহেবুব আলমকে সভাপতি করে ৩০ জনের কমিটি গঠিত হয়৷

(৭১ বর্ষ ২ সংখ্যা ১০ আগস্ট, ২০১৮)