বল্লুক গ্রাম পঞ্চায়েতে জলবন্দি মানুষের বিক্ষোভ

১৩ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক–২ অঞ্চলে এস ইউ সি আই (সি) রামতারক হাট লোকাল কমিটির আহ্বানে বিক্ষোভ প্রদর্শিত হয়৷ মাত্র দু’দিনের ভারী বর্ষণে এলাকার রাস্তা–ঘাট, পান বরজ, ধান, পুকুরের মাছের প্রচুর ক্ষতি হয়েছে৷ এক মাসের বেশি সময় বেশিরভাগ গ্রামের রাস্তা জলের তলায়৷ অবিলম্বে জল নিকাশির দাবিতে রামতারক হাটে ঢোকার রাস্তা ১ ঘণ্টার বেশি অবরোধ করা হয়৷ অবরোধ তুলতে পুলিশ এবং RAF আসে৷ অঞ্চল প্রধান  থা দেন যে, অতি দ্রুত খালগুলি পরিষ্কার এবং নষ্ট হয়ে যাওয়া রাস্তা আপৎকালীন মেরামত করা হবে৷ সোয়াদিঘী খালের মূল স্রোতের বাধা দূর করার কথা দেন তিনি৷ এরপর অবরোধ ওঠে৷

(গণদাবী : ৭২ বর্ষ ৯ সংখ্যা)