বর্ধমানে জেলাশাসক দপ্তরে শ্রমিকবিক্ষোভ

বর্ধমান এআইইউটিইউসি জেলা কমিটির পক্ষ থেকে ৩ জানুয়ারি জেলাশাসককে ডেপুটেশন দিয়ে দাবি জানানো হয়, কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী আইন ও নীতি প্রত্যাহার, বন্ধ কলকারখানা খোলা, সকল বেকারের কাজ, মূল্যবৃদ্ধি প্রত্যাহার, সকলের জন্য সামাজিক সুরক্ষা ও পেনশনের ব্যবস্থা, ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা ও স্থায়ী কাজে ঠিকা প্রথা বন্ধ, ৮ ঘন্টা শ্রমদিবস, বিড়ি শ্রমিকদের আইডেন্টিটি কার্ড ও সরকার নির্ধারিত মজুরি ২৪৩.১০ টাকা দেওয়া, মোটরভ্যান চালকদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা ও সমস্ত চালককে ‘টিন’ নম্বর প্রদান, আশাকর্মীদের ফরম্যাট বাতিল করে স্থায়ী কর্মী হিসাবে স্বীকৃতি, বর্ধমান রেলওয়ে ওভারব্রিজের হকারদের পুনর্বাসন, ২০১৪ হকার আইন মেনে এ রাজ্যে হকার স্বার্থে সংশোধন করা প্রভৃতি৷

(গণদাবী : ৭১ বর্ষ ২২ সংখ্যা)