Breaking News

বকেয়া মজুরির দাবি আদায় রাজগাঁওয়ের স্টোন শ্রমিকদের

রাজগাঁও স্টোন কোম্পানির মালিক শ্রমিকদের ৮ দিনের মজুরি না দিয়ে ৮ মার্চ হঠাৎ কারখানা বন্ধ করে দেয়। এআইইউটিইউসি অনুমোদিত রাজগাঁও স্টোন কোম্পানি লেবার ইউনিয়নের পক্ষ থেকে বিডিওর কাছে দফায় দফায় ডেপুটেশন দিয়ে মালিককে কারখানা খোলার এবং বকেয়া মজুরির দাবি জানানো হয়। ২৫ মার্চ মীমাংসার দিন ধার্য হলেও লকডাউনজনিত কারণে তা হয়নি। ২৮ মার্চ পুনরায় ই-মেলে চিঠি দেওয়া হয়। কিন্তু ব্যবস্থা না হওয়ায় ৪ মার্চ চরমপত্র দেওয়া হয়– যদি ৯ এপ্রিলের আগে বকেয়া মজুরি না দেওয়া হয় তবে শ্রমিকরা বিডিও দপ্তরে অবস্থানে বসতে বাধ্য হবে। ৫ এপ্রিল কোম্পানি আংশিক পেমেন্ট করেছে। পরদিন এক প্রতিনিধি দল মুরারই-১ বিডিও দপ্তরে গিয়ে বকেয়া মজুরি, অগ্রিম হিসাবে ৫০০০ টাকা এবং রেশন ছাড়াও সরকারি সাহায্যের দাবি নিয়ে বিডিও সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তিনি বকেয়া মজুরি দু’টি কিস্তিতে এবং সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন।