ফসলের ন্যায্য মূল্যের দাবিতে এআইকেকেএমএস-এর সম্মেলন

মথুরাপুরঃ ২৯ ডিসেম্বর এআইকেকেএমএস-এর মথুরাপুর-২ ব্লক সম্মেলন কঙ্কনদিঘীতে অনুষ্ঠিত হয়। শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। দিল্লির সফল কৃষক আন্দোলনের বিজয় বার্তা প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া এবং এআইকেকেএমএস-এর সদস্য সংগ্রহ অভিযানের ডাক দেওয়া হয় সম্মেলনে। জয়দেব মাজীকে সভাপতি এবং গৌরাঙ্গ ঢালীকে সম্পাদক করে ২১ জনের একটি কমিটি গঠিত হয়। রাজ্য কমিটির সদস্য গোপাল বিশ্বাস, গুণসিন্ধু হালদার এবং সংগঠনের দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদক রেণুপদ হালদার ও সভাপতি মনোরঞ্জন পণ্ডিত বক্তব্য রাখেন।

হলদিবাড়িঃ ৩০ ডিসেম্বর কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের চৈতুর মোড়ে অল ইন্ডিয়া কিসান- খেত মজদুর় সংগঠনের তৃতীয় হলদিবাড়ি ব্লক সম্মেলন হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রুহল আমিন। আনারুল হককে সভাপতি ও সাত্তার সরকারকে সম্পাদক করে ২০ জনের ব্লক কমিটি গঠিত হয়। এছাড়া ক্ষিতীশ মণ্ডলকে হলদিবাড়ি জোনালের সম্পাদক এবং গোপাল বর্মনকে দেওয়ানগঞ্জ জোনালের সম্পাদক নির্বাচিত করা হয়। সাত্তার সরকার বলেন, সারের কালোবাজারির বিরুদ্ধে ও ফসলের ন্যায্য মূল্যের দাবিতে এই কমিটি গোটা ব্লকে লড়াই গড়ে তুলবে।

গণদাবী ৭৪ বর্ষ ২২ সংখ্যা ৭ জানুয়ারি ২০২২