ফসলের ন্যায্য দাম চাই, চাই খেতমজুরদের ন্যায্য মজুরি, জেলায় জেলায় কৃষক বিক্ষোভ

পশ্চিম মেদিনীপুর

দক্ষিণ ২৪ পরগণা : ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহিদ এবং ১৯৯০ সালের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আইন অমান্য আন্দোলনের শহিদ কমরেড মাধাই হালদার স্মরণে জেলার বিভিন্ন ব্লকে এ আই কে কে এম  এস–এর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়৷ প্রতিটি অঞ্চলে সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্র খোলা, চাষির ফসলের লাভজনক দাম প্রদান, সার–বীজ–কীটনাশকে দাম কমানো, কৃষিঋণ মকুব ইত্যাদি দাবিতে ক্যানিং–১ ব্লকে ৫ শতাধিক কৃষক খেতমজুর বিক্ষোভ দেখান৷ সংগঠনের রাজ্য কমিটির সদস্য কমরেড ইয়াহিয়া আখন্দ সহ কমরেড নির্মল মণ্ডল, হারান সরদার, প্রাণতোষ নস্কর, সওকত মণ্ডল, কুদ্দুছ সরদার নেতৃত্ব দেন৷

ক্যানিং

উক্ত দাবিতে জয়নগর ২ নং ব্লকে তিন শতাধিক খেতমজুরের উপস্থিতিতে বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়৷ সংগঠনের জেলা কমিটির সদস্য কমরেড বাবুরালী সরদার, কমরেড তারক গায়েন সহ কমরেডস আনসার শেখ, গৌর মিস্ত্রি, বিশ্বনাথ সরদার নেতৃত্ব দেন৷

পাথরপ্রতিমা ব্লকে শতাধিক মানুষের উপস্থিতিতে ব্লক আধিকারিকের কাছে দাবিপত্র পেশ করা হয়৷ সংগঠনের জেলা কমিটির সদস্য কমরেড নারায়ণ হালদার সহ কমরেডস অভিরাম ভূঁইয়া, কার্তিক দাস নেতৃত্ব দেন৷

মথুরাপুর ২ নং ব্লকে তিন শতাধিক চাষি–খেতমজুর, মহিলাদের উপস্থিতিতে ডেপুটেশন দেওয়া হয়৷ সংগঠনের জেলা সম্পাদক কমরেড রেণুপদ হালদার, কমরেডস গুণসিন্ধু হালদার, উত্তম হালদার, পশুপতি বৈদ্য নেতৃত্ব দেন৷

কোচবিহার : কম দামে কৃষি উপকরণ প্রদান, সেচের জন্য সস্তায় বিদ্যুৎ সরবরাহ, কৃষি ঋণ মকুব, কুচলিবাড়ি হাসপাতালে ডাক্তার নিয়োগ, সানিরাজখনি ব্রিজের কাজ অবিলম্বে শুরু করা, রাস্তা সংস্কার প্রভৃতি দাবিতে মেখলিগঞ্জ মহকুমাশাসককে দাবিপত্র পেশ করা হয়৷ নেতৃত্ব দেন ব্লক কেকেএমএস–এর পক্ষে কমরেড জগদীশ অধিকারী৷

পশ্চিম মেদিনীপুর : সস্তা দরে সার, বীজ, ডিজেল, বিদ্যুৎ সরবরাহ, ধান, পাট, গম, আলু, বাদাম, লঙ্কা সহ সমস্ত ফসলের লাভজনক দাম, এনরেগা প্রকল্পে ২০০ দিন কাজ ও দৈনিক ৩০০ টাকা মজুরি প্রদান, খরা বন্যা ভাঙন রোধ, প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালুর দাবিতে অল ইন্ডিয়া কিষান–খেতমজদুর সংগঠনের ডাকে জেলাশাসক দপ্তরে কৃষক বিক্ষোভ সংগঠিত হয়৷ সহস্রাধিক কৃষক বিক্ষোভে সামিল হন৷ নেতৃত্ব দেন জেলা সভাপতি সূর্য প্রধান, জেলা সম্পাদক প্রভঞ্জন জানা প্রমুখ৷

(৭১ বর্ষ ৬ সংখ্যা ৭ সেপ্টেম্বর, ২০১৮)