প্রেমচন্দর চোখে রাশিয়ার সমাজতন্ত্র

ভারতের মতো দেশে সমাজতন্ত্র ছাড়া আদর্শ আর কী হতে পারে  

সোভিয়েত রাশিয়ায় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফল আশাতীত হচ্ছে৷ এক ইংরেজ সাংবাদিক পাঁচ বছর আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করে লিখেছেন– রাশিয়ায় নতুন নতুন শহর নির্মাণের যেন বন্যা এসেছে৷ এমন কত গ্রাম আছে যেখানে আগে একশো বা দুশো লোক থাকত, সেখানকার জনসংখ্যা বেড়ে এখন পঞ্চাশ গুণের বেশি হয়ে গেছে৷ বস্তির জায়গায় উঠেছে বিশাল নগরী৷ ব্যবসায়িক উন্নতির এই গতি পৃথিবীর ইতিহাসে বিস্ময়কর৷ যেখানে মানুষের শাসন ব্যবস্থা মানুষের দ্বারা পরিচালিত হয় সেখানে এই সাফল্যই অর্জিত হয়৷ সাম্রাজ্যবাদী ইউরোপ আজ পর্যন্ত স্থির করতে পারেনি সামরিক দ্রব্যাদি উৎপাদন কমানো হবে কি না ওদিকে রাশিয়া একাগ্র চিত্তে উন্নতির পথে এগিয়ে চলেছে৷ সেখানে বেকারত্ব নেই, বাণিজ্যে মন্দাও নেই৷

বিংশ শতাব্দী সমাজতন্ত্রের শতাব্দী, যে পারবে আগে গিয়ে সাম্যবাদের রূপ গ্রহণ করবে৷ ভারতের মতো দেশে যেখানে জনসংখ্যার বড় অংশ গরিব, যেখানে শিক্ষিত এবং অশিক্ষিত সব ধরনের শ্রমিক রয়েছে, সেখানে সমাজতন্ত্র ছাড়া তাদের আদর্শ আর কী হতে পারে