প্রধানমন্ত্রীকে চিঠি এ আই ইউ টি ইউ সি–র : গরিব কল্যাণ প্রকল্পে সব পরিযায়ী শ্রমিককে যুক্ত করতে হবে

পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের গরিব কল্যাণ রোজগার প্রকল্পে অর্ন্তভুক্ত করার দাবিতে এআইইউটি ইউসি–র রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস ১৯ জুন প্রধানমন্ত্রীকে নিম্নলিখিত চিঠিটি দেন৷

সংবাদে প্রকাশ কেন্দ্রীয় সরকার গরিব কল্যাণ রোজগার অভিযান নামে এক প্রকল্পের মাধ্যমে মূলত পরিযায়ী শ্রমিকদের নিজ বাসস্থান অঞ্চলে কাজ দেওয়ার ব্যবস্থা করার কথা ঘোষণা করেছে৷ কাজ দেওয়া হবে ১২৫ দিন৷ এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৫০ হাজার কোটি টাকা৷ অর্থমন্ত্রী জানিয়েছেন, এই টাকা আসবে কেন্দ্রের ১২টি মন্ত্রকের ২৫টি প্রকল্প থেকে৷ এই প্রকল্পগুলিতে বাজেটে বরাদ্দ করা অর্থ থেকেই এই কাজ হবে৷ ফলে নতুন করে এই প্রকল্প গ্রহণ করা হলেও নতুনভাবে কোনও টাকা বরাদ্দ করা হয়নি৷ এই টাকায় কাজ পাবে খুব বেশি হলে প্রায় ৭০ লক্ষ শ্রমিক৷ এই প্রকল্প চালু হবে মাত্র ৬টি রাজ্যের  (বিহার, ওড়িশা, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ) ১১৬ জেলায়৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী দেশে ৮ কোটি পরিযায়ী শ্রমিক আছেন৷ বাস্তবে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ১৫ কোটিরও বেশি৷ পশ্চিমবঙ্গেও পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ৫০ লক্ষ৷ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হঠাৎ করে লকডাউন ঘোষণা করার ফলে সবচেয়ে বেশি  অবর্ণনীয় দুঃখ–যন্ত্রণা–লাঞ্ছ শিকার হয়েছেন পরিযায়ী শ্রমিকরা৷ অনেকেই বাড়ি ফেরার পথে অনাহারে, মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন৷

এই পরিস্থিতিতে আমরা দাবি করছি– দেশের সমস্ত পরিযায়ী শ্রমিককে এই প্রকল্পের আওতায় আনতে হবে, কোনও অজুহাতেই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের এই প্রকল্পের আওতার বাইরে রাখা চলবে না, রাজ্যের সমস্ত জেলাকে এই প্রকল্পের অর্ন্তভুক্ত করতে হবে, এই প্রকল্পকে আপাতত কমপক্ষে এক বছর চালু রাখতে হবে, প্রয়োজনে তা আরও বাড়াতে হবে এবং এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে৷’