Breaking News

প্রথম শ্রেণি থেকেই  পাশ–ফেলের দাবি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির

১৯ জানুয়ারি কলকাতার উল্টোডাঙায় ইকমার্ড হলে সর্বভারতীয় সেভ এডুকেশন কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়৷ কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ প্রকাশ ভাই শার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১৪টি রাজ্য থেকে প্রতিনিধিরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির শিক্ষার উপর সর্বাত্মক আক্রমণ নিয়ে সবিস্তারে আলোচনা করেন৷

এই শিক্ষাবর্ষেই প্রথম শ্রেণি থেকে পাশফেল চালুর দাবিতে সারা দেশ জুড়ে আন্দোলনকে তীব্রতর করার সিদ্ধান্ত হয়৷ এছাড়া শিক্ষার গৈরিকীকরণ ও ব্যবসায়ীকরণের বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করার জন্য আঞ্চলিক স্তর থেকে শুরু করে রাজ্য ও সর্বভারতীয় স্তরে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়৷ সাধারণ সম্পাদক ডঃ অনীশ রায় ও সেভ এডুকেশন কমিটির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডঃ ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বক্তব্য রাখেন৷

(গণদাবী : ৭১ বর্ষ ২৪ সংখ্যা)