প্রথম শ্রেণি থেকেই পাশ-ফেল চালুর দাবিতে দিল্লিতে মিছিল

প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু, শিক্ষার উপযুক্ত পরিকাঠামো, প্রয়োজনীয় শিক্ষক, সরকারি স্কুলে পর্যাপ্ত তহবিলের দাবিতে ২ জানুয়ারি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি দিল্লিতে পার্লামেন্ট অভিমুখে মিছিল করে৷ ছাত্র–শিক্ষক–অভিভাবক সহ বহু মানুষ এতে অংশগ্রহণ করেন৷ মান্ডি হাউস থেকে শুরু হয়ে পার্লামেন্টের দিকে এগোলে পার্লামেন্ট স্ট্রিটে পুলিশ মিছিলের গতিরোধ করে৷ সেখানে বিক্ষোভ সভা শুরু হয়৷ সভাপতিত্ব করেন সংগঠনের সর্বভারতীয় সহ সভাপতি অধ্যাপক নরেন্দ্র শর্মা৷ বক্তব্য রাখেন মধ্যপ্রদেশের রাম অবতার সিং, পাঞ্জাবের অমরিন্দর পাল সিং, উত্তরপ্রদেশের ডঃ নরেন্দ্র সিং, হরিয়ানার হরিশ কুমার সাইনি, দিল্লির সারদা দীক্ষিত ও শুভা দীক্ষিত৷ সেভ এডুকেশন কমিটির দিল্লি রাজ্য সম্পাদক গিরওয়ার সিং সভা পরিচালনা করেন৷

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর দপ্তরে চার সদস্যের এক প্রতিনিধি দল দাবিপত্র পেশ করে৷