পেট্রোপণ্যের দাম

70 Year 29 Issue 9 March 2018

গণদাবী ৭০ বর্ষ ২৪ সংখ্যায় (২–৮ ফেব্রুয়ারি, ২০১৮) ‘সব রেকর্ড ছাপিয়ে যাচ্ছে পেট্রোপণ্যের দাম’–এ বলা হয়েছে ভারতকে তার জ্বালানির ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়৷ তাই বিদেশে তেলের দাম বাড়লে ভারতে দাম বাড়বে বলে মানুষ মনে করে, সংবাদমাধ্যমগুলিও সেই ধারণা সৃষ্টি করে৷ কিন্তু কেন এত জ্বালানি আমদানি করতে হয় সে বিষয়ে কোনও আলোচনা ইদানীং হয় না৷ যতদূর মনে পড়ে কয়েক বছর আগে গণদাবীতে প্রকাশিত হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের নীতির ফলেই আমাদের দেশের তেলের ক্ষেত্র ক্রমাগত আমদানি নির্ভর হয়ে পড়েছে৷ ১৯৭০–এর দশকের শেষ দিকেও প্রয়োজনীয় তেলের ৭০ শতাংশ এ দেশেই উৎপন্ন হত৷ ১৯৯০–এর দশকের মাঝামাঝি তা ছিল ২৫ শতাংশ৷ বর্তমানে তা কমে দাঁডিয়েছে ২০ শতাংশ৷ এর কারণ ভারতীয় পুঁজিপতিদের স্বার্থে অর্থনৈতিক সংস্কারের নামে কেন্দ্রীয় সরকার লাভজনক শিল্প এবং তেল ক্ষেত্রগুলি দেশি–বিদেশি বহুজাতিক সংস্থাগুলির হাতে তুলে দিতে থাকে৷ এর ফলে ভারতের নিজস্ব তেল অনুসন্ধান ও তেল শোধন করার ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়৷ তাই ভারতকে বেশি পরিমাণে তেল আমদানি করতে হচ্ছে৷ তাছাড়া পুঁজিপতিরা যাতে বেশি লাভ করতে পারে সেজন্য ভারতে উৎপন্ন তেলের দাম আমদানিকৃত তেলের দামের সমান করে রাখা হয়েছে৷ স্বভাবতই ভারতে উৎপাদিত তেলের দাম আমদানিকৃত তেলের অপেক্ষা কম হয়৷ সেই তেলও বেশি দামে বিক্রি করে অধিক মুনাফার সুযোগ করে দিয়েছে পুঁজিপতিদের স্বার্থরক্ষাকারী সরকার৷

ডঃ প্রদীপ কুমার দত্ত

অবসরপ্রাপ্ত প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, প্রেসিডেন্সি কলেজ