পূজালিতে স্বাস্থ্যকেন্দ্র বাঁচানোর দাবি

বজবজের পূজালিতে বিরাজলক্ষ্মী স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা বহুদিন ধরেই শোচনীয়৷ এক সময়ে ১০টি শয্যা ছিল, এখন নিয়মিত আউটডোরও হয় না৷ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর অভাব৷ প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না৷ এই অবস্থায় এলাকার মানুষ স্বাস্থ্যকেন্দ্র বাঁচাও কমিটি গড়ে তুলে আন্দোলনে নেমেছেন৷ আড়াই হাজার স্থানীয় মানুষের স্বাক্ষর সংগ্রহ করে ২৫ জুলাই ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং বজবজ–১ বিডিওকে ডেপুটেশন দিয়ে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানায় কমিটি৷ ব্লক স্বাস্থ্য আধিকারিক উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷ বিডিও বলেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাবিগুলি জানাবেন৷ প্রতিনিধি দলে ছিলেন নীলকান্ত ঘোষ, প্রতাপ খাঁড়া, রবিশঙ্কর ব্যানার্জী, নবকুমার বিশ্বাস প্রমুখ৷

(গণদাবী : ৭২ বর্ষ ২ সংখ্যা)