পুলিশি জুলুমের প্রতিবাদে মালদায় মোটরভ্যান চালকদের ডিএম দপ্তরে বিক্ষোভ

70 Year 32 Issue 30 March 2018

২৩ মার্চ শহিদ–ঈ–আজম ভগৎ সিং স্মরণ দিবসে মালদা জেলার তিন সহস্রাধিক মোটরভ্যান চালক তাঁদের উপর চলা পুলিশি জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে সমবেত হয়েছিলেন টাউন হল ময়দান চত্বরে৷ মালদা শহরের মূল রাস্তা পরিক্রমা করে মিছিল পৌঁছায় জেলাশাসক দপ্তরে৷ এই বিশাল মিছিলের ফলে জাতীয় সড়ক সহ মালদা শহর প্রায় এক ঘন্টা নিশ্চল হয়ে পড়ে৷

বিক্ষোভ সমাবেশ থেকে সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের রাজ্য সম্পাদক কমরেড অশোক দাসের নেতৃত্বে জেলা সভাপতি কমরেড অংশুধর মণ্ডল সহ ৫ জনের প্রতিনিধি দল এডিএম (জি)–র সাথে দেখা করে ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করে আলোচনা করেন৷ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক কমরেড কার্তিক বর্মন, জেলা সভাপতি কমরেড অংশুধর মণ্ডল এবং রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস৷