পুরুলিয়ার রেল স্লিপার কারখানায় আন্দোলনের জয়, কালাচুক্তি বাতিল

পুরুলিয়া জেলার আনাড়ার পাতিল রেল স্লিপার নির্মাণ কারখানায় ২০১৩ সালে আই এন টি টি ইউ সি অনুমোদিত ইউনিয়নের সাথে চুক্তিতে কর্তৃপক্ষ নানাবিধ শ্রমিক স্বার্থবিরোধী ধারা ও বে–আইনি শর্ত আরোপ করেছিল৷ পরিণতিতে শ্রমিক–কর্মচারীরা চূড়ান্ত বঞ্চনা ও শোষণের শিকার হয়৷ আই এন টি টি ইউ সি ইউনিয়নের শ্রমিক স্বার্থবিরোধী ভূমিকার বিরুদ্ধে কারখানার ৯০ শতাংশের বেশি শ্রমিক এ আই ইউ টি ইউ সি–র নেতৃত্বে ইউনিয়ন গড়ে তুলে লাগাতার আন্দোলন শুরু করে এবং নতুন চুক্তি সম্পাদনের দাবিতে গত মে–জুন মাসে একমাস ধর্মঘট সংগঠিত করে৷ দীর্ঘ দিন আন্দোলনের পর গত ১৩ ডিসেম্বর আসানসোলে জয়েন্ট  লেবার  কমিশনারের  দপ্তরে আলোচনায় এ আই ইউ টি ইউ সি নেতৃত্বের প্রবল চাপে বিগত  চুক্তির সমস্ত বে–আইনি ও শ্রমিক স্বার্থবিরোধী ধারা কর্তৃপক্ষ বাতিল করতে বাধ্য হয়৷ সম্পাদিত নতুন চুক্তির ভিত্তিতে বেতন, ছুটি,   চিকিৎসার সুযোগ,   উৎপাদন ভাতা, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, ক্যান্টিন সহ কর্মক্ষেত্রে কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সুযোগ সুবিধার দাবি শ্রমিকরা আদায় করতে সক্ষম হয়েছেন৷

এ আই ইউ টি ইউ সি–র পক্ষ থেকে কমরেড সমর সিনহার উপস্থিতিতে ইউনিয়নের সভাপতি কমরেড প্রবীর মাহাত, সহ সভাপতি কমরেড অমর মুখার্জী এবং সাধারণ সম্পাদক কমরেড আদিত্য বাউরি নতুন চুক্তিতে স্বাক্ষর করেন৷

১৪ ডিসেম্বর কারখানার গেটে এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ইউনিয়ন সিংহভাগ কর্মচারীর উপস্থিতিতে গেট মিটিং–এ নতুন চুক্তির কথা তুলে ধরে৷ এই চুক্তির মধ্য দিয়ে কারখানার সর্বস্তরের শ্রমিক–কর্মচারীর মধ্যে এ আই ইউ টি ইউ সি নেতৃত্বের উপর আস্থা বৃদ্ধি পেয়েছে৷