Breaking News

পুজো কমিটিকে মুখ্যমন্ত্রীর অনুদানে জনস্বার্থ নেই

রাজ্যের মুখ্যমন্ত্রীকে এস ইউ সি আই (সি)–র রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১ সেপ্টেম্বর এক চিঠিতে জানিয়েছেন– ‘‘বহু বছর ধরে এই রাজ্যে দুর্গাপুজো চলে আসছে উদ্যোক্তাদের তরফ থেকে সাধ্যমতো চাঁদা সংগ্রহের মাধ্যমে৷ কিন্তু অতীতে কোনও সরকার পুজো কমিটিগুলোকে আর্থিকভাবে সাহায্য করেনি৷ আপনার সরকার গত বছর থেকে আর্থিক অনুদান দেওয়া শুরু করেছে কেবল নয়, এবছর থেকে তা আড়াই গুণ বৃদ্ধি করেছে৷ বিশেষ করে এই ঘোষণা এমন এক সময়ে করা হয়েছে যখন আশা, অঙ্গনওয়াড়ি, এএনএম, মিড–ডে মিল কর্মী থেকে শুরু করে প্যারাটিচার সমেত নানা স্তরের শিক্ষকরা প্রায় প্রতি দিন বেতন ও সাম্মানিক ভাতা বাড়ানোর দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন এবং আপনার সরকার আর্থিক ঘাটতির অজুহাতে তাঁদের প্রত্যাখ্যান করছে শুধু নয়, তা দমন করছে৷ আমরা দৃঢ়ভাবে মনে করি এই পদক্ষেপ আপনার দলের নির্বাচনী রাজনীতিতে ফয়দা দিলেও সামগ্রিকভাবে জনস্বার্থবিরোধী৷ আমরা এই সরকারি ঘোষণা প্রত্যাহারের দাবি করছি৷’’

(গণদাবী : ৭২ বর্ষ ৬ সংখ্যা)