পিসিএ–র সাম্প্রদায়িকতা বিরোধী অনুষ্ঠান

বারাসাত : প্রোগ্রেসিভ কালচারাল অ্যাসোসিয়েশনের (পিসিএ) উত্তর ২৪ পরগণা জেলার পক্ষ থেকে ৯ ডিসেম্বর বারাসাত স্টেশনে সাম্প্রদায়িকতা বিরোধী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷ গান, কবিতা, কথায় অংশগ্রহণ করেন আগরপাড়া অগ্নিবীণা, অন্যধারা, শ্যামনগর মনীষী স্মরণ মঞ্চ, ভাটপাড়া মুক্ত আকাশ, সাহিত্য ও বিজ্ঞান পত্রিকা কম্পাস ও বীক্ষণের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মীরা৷ বক্তব্য রাখেন পিসিএ–র রাজ্য কমিটির পক্ষ থেকে গৌতম ঘোষ, নাট্যকর্মী ও পিসিএ জেলা ইনচার্জ অমল সেন এবং কম্পাস পত্রিকার সম্পাদক দেবাশিস ব্যানার্জী৷ উগ্র সাম্প্রদায়িক শক্তির দ্বারা ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে ধর্মীয় বিভেদ নীতি বিরোধী এই সভায় এলাকার নাগরিক ও পথচলতি সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়৷

বেলদা : পিসিএ–র পশ্চিম মেদিনীপুর বেলদা শাখার উদ্যোগে ১০ ডিসেম্বর গান্ধী পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় সাম্প্রদায়িকতা বিরোধী কবিতা, কোরাস গান, রণপা নৃত্য, সাম্প্রদায়িকতাবিরোধী গল্প, সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক চিত্রাঙ্কন প্রভৃতি৷

উপস্থিত ছিলেন অধ্যাপক বিভূতি দে, শিক্ষক প্রদীপ দাস, তপনেশ দে, অনন্ত জানা, পরেশ বেরা, কণ্ঠশিল্পী সবিতা জানা প্রমুখ৷ অনুষ্ঠানটি সঞ্চালন করেন পিসিএ–র বেলদা শাখা সম্পাদক ডাঃ মানস কর৷

(গণদাবী : ৭১ বর্ষ ১৯ সংখ্যা)