Breaking News

পাড়ায় শিক্ষা নয়, প্রথম শ্রেণি থেকেই খুলুক স্কুল দাবি এস ইউ সি আই (সি)-র

এসইউসিআই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৩১ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, সারা রাজ্যের ছাত্র-শিক্ষক-অভিভাবক ও শিক্ষানুরাগী মানুষের লাগাতার আন্দোলনের চাপে রাজ্যের মুখ্যমন্ত্রী অষ্টম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা করেছেন। কিন্তু দুঃখের বিষয় প্রাথমিক স্তর থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য তথাকথিত পাড়ায় পাঠশালার প্রহসনই তিনি বহাল রাখলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই বয়সের শিশুদের জন্য স্কুল খুলে দেওয়ার পরামর্শই দিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণায় এই শিশুদের শিক্ষা, স্বাভাবিক মানসিক বিকাশ ও তার সমস্যার কথা বিবেচনা করা হল না। আমরা দাবি করছি, প্রাথমিক স্তর থেকে শুরু করে সমস্ত ছাত্র-ছাত্রীর জন্যই স্কুলের দরজা অবিলম্বে খুলে দিতে হবে এবং ছাত্র-ছাত্রীদের যে ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছে যতদূর সম্ভব তা পূরণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এআইডিএসও-এআইএমএসএসের অভিনন্দন: এআইডিএসও-র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক এবং এআইএমএসএসের রাজ্য সম্পাদক কমরেড কল্পনা দত্ত আন্দোলনের ফলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি অর্জিত হওয়ায় ছাত্র-শিক্ষক-অভিভাবকদের অভিনন্দন জানান। তাঁরা বলেন, পাড়ার শিক্ষালয় নয়, প্রথম শ্রেণি থেকেই স্কুল খোলার পরিকাঠামো তৈরি করুক সরকার। শিক্ষার সম্পূর্ণ আর্থিক দায়ভার সরকারকে গ্রহণ করার দাবি জানান তাঁরা।

গণদাবী ৭৪ বর্ষ ২৫ সংখ্যা ৪ ফেব্রুয়ারি ২০২২