পার্লামেন্ট স্ট্রিটে বিশাল কৃষক সভা

১৮০টি কৃষক সংগঠন মিলে তৈরি হয়েছে সর্বভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটি৷ এই কমিটির অন্যতম সদস্য অল ইন্ডিয়া কিষাণ খেত মজদুর সংগঠন৷ বিজেপি সরকারের জনবিরোধী কৃষক নীতির বিরুদ্ধে এই সমন্বয় কমিটি আন্দোলন শুরু করেছে৷ কৃষিঋণ মকুব করতে হবে, ফসলের ন্যায্য দাম দিতে হবে – এই দাবিতে ২০–২১ নভেম্বর দিল্লির পার্লামেন্ট স্ট্রিটে অনুষ্ঠিত হয় কৃষক সংসদ৷ সেখানে অন্যান্যদের সাথে বক্তব্য রাখেন এ আই কে কে এম এস–এর সর্বভারতীয় সভাপতি কমরেড সত্যবান৷