পার্বত্য এলাকার ছাত্রছাত্রীদের কনভেনশন

পার্বত্য এলাকায় ছাত্রছাত্রীদের শিক্ষাগত সমস্যা ও জাতীয় শিক্ষানীতি-২০ বাতিলের দাবিতে ২২ মে দার্জিলিং জেলার জিডিএনএস হলে ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হল। পার্বত্য অঞ্চলের ৯টি ডিগ্রি কলেজ, ৪টি বিশ্ববিদ্যালয় ও ১টি মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা কনভেনশনে যোগদান করেন। বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক সৌমিত্র ব্যানার্জী, প্রখ্যাত শল্যচিকিৎসক ডাঃ সুভাষ দাশগুপ্ত, সেভ এডুকেশন কমিটির সর্বভারতীয় কমিটির পক্ষে সৌরভ মুখার্জী, এআইডিএসও-র সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ, সিকিমের সাংস্কৃতিক কর্মী প্রবীণ উপ্রেতি, সিকিমের ছাত্রনেতা প্রবীণ বাসনেট প্রমুখ। কনভেনশনে সভাপতিত্ব করেন এআইডিএসও-র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মণিশঙ্কর পট্টনায়ক।

গণদাবী ৭৪ বর্ষ ৪১ সংখ্যা ৩ জুন ২০২২