পায়রাটুঙি খাল সংস্কারের দাবিতে পথ অবরোধ তমলুকে

পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকে অন্যতম জলনিকাশি ব্যবস্থা পায়রাটুঙি খাল৷ ১০ বছরেরও বেশি সময় এটির সংস্কার না হওয়ায় গত বছরের অতিবর্ষণে গোটা এলাকা দু’মাসেরও বেশি জলের তলায় ছিল৷ জল জমে থাকায় চাষাবাদও বন্ধ থাকে৷ অবিলম্বে খাল সংস্কারের দাবিতে ২৫ নভেম্বর কৃষক সংগ্রাম কমিটির নেতৃত্বে তমলুক–পাঁশকুড়া রুটের শ্রীরামপুর বাসস্টপে ওই এলাকার দুই শতাধিক চাষি সহ সাধারণ মানুষ পথ অবরোধ করেন৷ পরে তমলুক থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী এবং সেচ দপ্তরের এসডিও অবরোধস্থলে উপস্থিত হয়ে আপাতত খালটির আংশিক সংস্কারের আশ্বাস দেওয়ায় অবরোধ ওঠে৷ অবরোধে নেতৃত্ব দেন কৃষক সংগ্রাম কমিটির সম্পাদক শশাঙ্ক আদক, সহ সম্পাদক অভিজিৎ মাইতি, শম্ভু মান্না, সভাপতি সুদর্শন সামন্ত প্রমুখ৷ এছাডাও পূর্ব মেদিনীপুর জেলা বন্যা–ভাঙন প্রতিরোধ কমিটির নেতা অশোকতরু প্রধান, কৃষক আন্দোলনের নেতা প্রবীর প্রধান উপস্থিত ছিলেন৷