পানীয় জলও বেসরকারি কোম্পানির হাতে মধ্যপ্রদেশে আন্দোলন এসইউসিআই (সি)-র

নাগরিকদের বিনামূল্যে পানীয় জলটুকু সরবরাহ করার দায়িত্ব ঝেড়ে ফেলছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র, জব্বলপুর শহরে জল সরবরাহ ব্যবস্থাকে পিপিপি মডেলে বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বেসরকারি কোম্পানি সরকারি পরিকাঠামো ব্যবহার করে বাড়ি বাড়ি জলের মিটার বসাবে এবং বিপুল মুনাফা করবে। খেটে খাওয়া মধ্যবিত্ত, দরিদ্র মানুষ এমনিতেই চাল, গম, ডাল, তেল, জ্বালানি সহ সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধিতে জেরবার। এর ওপর পানীয় জলটাও কিনে খেতে হলে তাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে।

ভারতের মতো বুর্জোয়া রাষ্ট্রের কর্ণধাররা আজ সমস্ত প্রাকৃতিক সম্পদ এমনকি পানীয় জলও একচেটিয়া মালিকদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর। ক্ষোভ বাড়ছে নাগরিকদের মধ্যে।

১৩ ডিসেম্বর এস ইউ সি আই(সি) মধ্যপ্রদেশ রাজ্য কমিটির পক্ষ থেকে জেলায় জেলায় কালেক্টর অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। কালেক্টরদের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

গণদাবী ৭৪ বর্ষ ২০ সংখ্যা ২৪ ডিসেম্বর ২০২১