পানচাষিদের দুরবস্থা চেপে রাখতে চাইছে প্রশাসন

ফাইল চিত্র

এ বছর বুলবুল ঝড়ে পান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও বহু ক্ষতিগ্রস্ত পরিবারই ক্ষতিপূরণ পায়নি। বর্তমানে লকডাউনের কারণে পান বিক্রি করতে না পারায় পানচাষি পরিবারগুলির দুরবস্থা চরমে।

দক্ষিণ ২৪ পরগণায় লক্ষাধিক পরিবারের জীবন পানচাষের সঙ্গে জড়িয়ে রয়েছে। সারা বাংলা পানচাষি সমিতির পক্ষ থেকে কাকদ্বীপ মহকুমা শাসক, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এমনকি কৃষিসচিবকে বার বার জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। এই অবস্থায় ১৫ এপ্রিল সরকারি স্বাস্থ্যবিধি মেনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাকদ্বীপ পান মার্কেটে সমিতি একটি সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করে। কিন্তু কমিটির সম্পাদক চিত্ত জানাকে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে ফোন করে সম্মেলনস্থলে আসতে নিষেধ করা হয় এবং পুলিশ পাঠিয়ে তাঁর বাড়ি থেকে বের হওয়া আটকে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ করে কমিটির সম্পাদক মন্তব্য করেন, লকডাউনের সুযোগে বাড়তি মুনাফার জন্য পানের আড়তদার ও প্রশাসনের মধ্যে অসাধু বোঝাপড়া চলছে এবং প্রশাসন চায় না, চাষিদের দুরবস্থার খবর জনসাধারণের কাছে পৌঁছাক।