পাঞ্জাবে সেভ এডুকেশন কমিটি গঠিত

জাতীয় শিক্ষানীতি ২০২০-র মধ্য দিয়ে শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ এবং রাজ্যের ভূমিকা খর্ব করে চূড়ান্ত কেন্দ্রীকরণের যে অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করতে ২১ ফেব্রুয়ারি পাঞ্জাবের লুধিয়ানার তারা সিংহ কলেজে এক রাজ্যস্তরীয় শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়।

কনভেনশনে বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। প্রধান বক্তা ছিলেন সংগঠনের দিল্লি রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ সারদা দীক্ষিত। এ ছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ কুলদীপ সিংহ, অধ্যক্ষ কিরণদীপ কাউর, অধ্যাপক মোহম্মদ দাউদ আলম। কনভেনশন পরিচালনা করেন শিক্ষক গুরদীপ সিং বেহনিয়াল।

অমৃতসর মেডিকেল কলেজের এমেরিটাস অধ্যাপক ডঃ শ্যামসুন্দর দীপ্তিকে সভাপতি, অধ্যাপক অমিন্দর পাল সিংহকে সম্পাদক, শিক্ষক কিরণজিৎ কউরকে কোষাধ্যক্ষ করে নতুন কমিটি গঠিত হয়। এই কনভেনশন প্রস্তুতির সময় বিভিন্ন জেলায় যে সমস্ত যোগাযোগ স্থাপিত হয়েছে তাদের নিয়ে জেলা ভিত্তিক শিক্ষা কনভেনশন এবং গণস্বাক্ষর সংগ্রহ করার কর্মসূচি ঘোষণা করা হয়।

(গণদাবী-৭৩ বর্ষ ২৫ সংখ্যা_১২ মার্চ , ২০২১)