পশ্চিম বর্ধমান জেলাশাসক দপ্তরে বিক্ষোভ

২৫ সেপ্টেম্বর আসানসোলে এসইউসিআই(সি)–র পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়৷ জেলার সমস্ত বন্ধ উপ স্বাস্থ্যকেন্দ্রগুলো অবিলম্বে খোলা, জেলার সর্বত্র পানীয় জল সরবরাহ করা, বন্ধ কারখানার জমিতে সরকারি উদ্যোগে ভারী শিল্প স্থাপন করা, কয়লা শিল্পে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ রোধ, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার করপোরেটাইজেশন ও অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রি রোধ ও সমস্ত বেসরকারি কারখানার শ্রমিকদের পিএফ, ইএসআই, পেনশন, এবং ওভারটাইমের দাবি সহ প্রথম শ্রেণি থেকেই পাশ–ফেল প্রথা প্রবর্তন ও মদ নিষিদ্ধকরণ সহ ১১ দফা দাবিতে বিক্ষোভ দেখানো হয় এবং জেলাশাসকের কাছে দাবিপত্র পেশ করা হয়৷ নেতৃত্ব দেন জেলা সম্পাদক কমরেড সুন্দর চ্যাটার্জী৷

(গণদাবী : ৭২ বর্ষ ১০ সংখ্যা)