পরিষেবার দাবিতে পৌর দপ্তরে বিক্ষোভ

সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে থাকে দীর্ঘক্ষণ৷ যেখানে সেখানে স্তূপ করে রাখা আবর্জনা সেই জলে ভেসে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে৷ খোলা ডাস্টবিন থেকে দুর্গন্ধ ছড়ায়৷ মশা–মাছির আক্রমণ মারাত্মক৷ ডেঙ্গুর প্রকোপও সাংঘাতিক৷ পানীয় জল থেকে প্রায়ই আসে কটূ গন্ধ৷ রাস্তাগুলিও নানা জায়গায় ভাঙা, খানা–খন্দে ভরা৷ কলকাতায় জোড়াসাঁকো বিধানসভার অন্তর্গত অনেকগুলি ওয়ার্ডে এই ভয়াবহ পরিস্থিতি৷ অবিলম্বে এর প্রতিকারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে ২০ আগস্ট এবং ১৮ সেপ্টেম্বর যথাক্রমে ৫ ও ৪ নম্বর বরো দপ্তরে দাবিপত্র পেশ করে এসইউসিআই (সি) জোড়াসাঁকো লোকাল কমিটি৷

(গণদাবী : ৭২ বর্ষ ৯ সংখ্যা)